বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১২:২৫ অপরাহ্ন
দৈনিক বঙ্গবন্ধু দেশ বার্তা : মাদারীপুরেরমোস্তফাপুর হাইওয়ে পুলিশের হয়রানি বন্ধের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেছেন ইজিবাইক চালকরা।রোববার (৩০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর রাজৈর উপজেলার টেকেরহাট বাসস্ট্যান্ড এলাকায় এই অবরোধ কর্মসূচি পালন করা হয়।এ সময় মহাসড়কের দুপাশে প্রায় আট কিলোমিটার যানজট সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে রাজৈর থানা পুলিশের আশ্বাসে একঘণ্টা পর অবরোধ তুলে নেন বিক্ষুব্ধরা।ইজিবাইক চালকদের অভিযোগ, ইজিবাইক চালাতে প্রতিনিয়ত হাইওয়ে পুলিশকে চাঁদা দিতে হয়। মাসিক ও দৈনিক বিভিন্ন হারে চাঁদা না দিলে ইজিবাইক আটক ও মামলা দিয়ে হয়রানি করা হয়। এ পরিস্থিতি থেকে প্রতিকার পেতে অবরোধ কর্মসূচি পালন করেন তারা।বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ঈগল পরিবহনের যাত্রী মিলন তালুকদার জাগো নিউজকে বলেন, ‘ইজিবাইক চালকদের সড়ক অবরোধের কারণে যানজটের সৃষ্টি হয়। ফলে অনেক সময় ধরে বাসে বসে থাকতে হয়েছে।’
ইজিবাইক চালক মো. আসাদ বলেন, ‘এই ইজিবাইকটি কিনতে ঋণ করতে হয়েছে। ইজিবাইক চালিয়ে যে ভাড়া পাই তা দিয়েই ঋণের টাকা পরিশোধের পাশাপাশি সংসার চালাতে হয়। কিন্তু মোস্তফাপুর হাইওয়ে পুলিশের নির্যাতনে সংসার চালাতে হিমশিম খাচ্ছি। আমরা এ অবস্থা থেকে পরিত্রাণ চাই।’তবে অভিযোগ অস্বীকার করে মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল । রাজৈর থানার ওসি আলমগীর হোসেন বলেন, ইজিবাইক চালকদের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন।
Leave a Reply