দৈনিক বঙ্গবন্ধু দেশ বার্তা: আজ মঙ্গলবার (১৯ এপ্রিল) ভোরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় সাড়ে ৬ কেজি ওজনের মোট ৫৯টি স্বর্ণের বারসহ এক নারী যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম।
আটক কৃর্ত শাহনাজ চৌধুরী বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিমের উপকমিশনার (ডিসি) মো. সানোয়ারুল কবীর।
তিনি বলেন, ওই নারী যুক্তরাষ্ট্র থেকে দুবাই ট্রানজিট নিয়ে এমিরেটস এয়ারলাইনসের ফ্লাইটে ঢাকায় আসেন। বিমানবন্দরের তার আচরণ সন্দেহজনক মনে হলে আটক করে তল্লাশি করা হয়। সে সময় তার কাছে থেকে বেল্টের মতো বস্তু উদ্ধার করে কাটা হলে ৫৯টি সোনার বার বের হয়ে আসে। এর ওজন প্রায় ৬ কেজি ৮০০ গ্রাম।
Leave a Reply