দৈনিক বঙ্গবন্ধু দেশ বার্তা : মাদারীপুরের রাজৈর উপজেলায় কুমার নদীতে ২০০ বছরের ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। এতে মাদারীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর সহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে আসা ছোট বড় বিশ পচিশটি নৌকা অংশ নেয়।বিকেলে উপজেলার হরিদাসদী মহেনদ্রী ইউনিয়নের গোয়াল বাথান কুমারনদীতে নৌকাবাইচ দেখতে দুপাড়ে হাজারো দর্শনার্থী ভিড় করেন।জানা যায় গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে নৌকাবাইচের আয়োজন করে স্থানীয় যুব সমাজ।
দুপুরের পর থেকেই নৌকাবাইচ দেখতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ আসতে শুরু করে গোয়াল বাথান কুমারনদীর দুপাড়ে বসে অস্থায়ী মেলা। বিকেল ৪টার দিক নৌকাবাইচ শুরু হয়। প্রতিযোগিতায় নৌকা প্রথম স্থান অধিকার করে গৌরঙ্গ। সন্ধ্যায় বিজয়ীদের মধ্যে টেলিভিশন বিতরণ করা হয়।বাইচ দেখতে আসা দক্ষিন বিদ্যানন্দী গ্রামের লাহাউদ্দিন বলেন, ‘এ বাইচ আমাদের এলাকার ঐতিহ্য। প্রতিবছর এখানে বাইচ অনুষ্ঠিত হবে। নারী, পুরুষ, শিশুসহ হাজার হাজার মানুষ এসেছে বাইচ দেখতে। গ্রাম বাংলার সাধারন জনগনকে আনন্দ দিতেই এই আয়োজন।
Leave a Reply