দৈনিক বঙ্গবন্ধু দেশ বার্তা : স্থানীয় সুত্রে জানাযায় মাদারীপুরের রাজৈর উপজেলায় ভুয়া ডিবি পুলিশ পরিচয় পাচ লক্ষ ছিনতাই।উপজেলার কদম বাড়ী এলাকা থেকে প্রাইভেট কার চালক সহ গনধোলাইতে স্বিকার হয় ৪ জন।এই চক্রটি দীর্ঘ দিন যাবত মাদারীপুর,গোপালগঞ্জ,ফরিদপুর জেলা সহ টেকের হাট বন্দরের ঢাকা বরিশাল মহাসড়কের বিভিন্ন স্থানে কখনও র্যাব,কখনও ডিবি পুলিশ পরিচয় দিয়ে সাধারন জনগনকে অপহরন ও ছিনতাই করে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা বল্লেন স্থানীয়রা। গত মঙ্গল সকাল সাড়ে ১০ টার দিকে টেকেরহাট বন্দরের উত্তরা ব্যাংক থেকে এক গ্রহক পাচ লক্ষ তুলে ভ্যান গাড়ীতে বাড়ী ফেরার পথে সাদা রংঙ্গের একটি প্রাইভেট কার তাদের গতিরোধ করে ঐ গ্রহককে ডিবি পুলিশ পরিচয় হেন্ডকাব লাগিয়ে পাচ লক্ষ টাকা সহ গাড়ীতে তুলে নিয়ে বৈলগ্রামের রাস্তা দিয়ে পালিয়ে যেতে চেস্টা করে পরে স্থানীয়রা ধাওয়া করলে কদমবাড়ী নামক স্থানে আসলে গাড়ীটি খাদে পড়ে যায়।গ্রেফতার করীরা হলেন মাদারীপুরের দত্তপাড়া এলাকার মাতু মাতুব্বরের ছেলে জসিম মাতুব্বর,শরীয়তপুরের জাজিরা উপজেলার গোপালপুর গ্রামের ইকবাল খার ছেলে আলমগীর খা,কালকানী উপজেলার আলীনগর গ্রামের মনজ সরদারের ছেলে আয়ুবালী সরদার,পটুয়াখালী জেলার চরগাছা গ্রামের নুর ইসলাম মাতুব্বরের ছেলে রাসেল মাতুব্বর এ চার ছিনতাইকারীকে গনধোলাই দিয়ে পুলিশে সপর্ধ করেছে স্থানীয়রা।
Leave a Reply