দৈনিক বঙ্গবন্ধু দেশ বার্তা : মামলা সুত্রে জানাযায় আসামি জীবন বেপারীর বয়স ১০ বছর ৭ মাস, বায়েজিদ বেপারীর বয়স ১১ বছর ১১ মাস ও তার ভাই সাজিদ বেপারীর বয়স ৮ বছর ৫ মাস। অথচ এদের তিনজনের বয়সই ১৮ এর ওপরে দেখিয়ে একটি খুনের চেষ্টাসহ চুরির অভিযোগ করে রাজৈর থানায় মামলা করেছে প্রতিপক্ষের লোকজন। মঙ্গলবার বিষয়টি সামাজিক যোগাযোগা মাধ্যমে ভাইরাল হলে সমালোচনার ঝড় ওঠে।
এদের তিনজনের বাড়িই মাদারীপুরের রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের দূর্গাবর্দি গ্রামে।সোমবার দুপুরে মাদারীপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে তিন শিশু স্বেচ্ছায় হাজির হয়ে জামিনের আবেদন করে। পরে আদালতের বিচারক মোহাম্মদ হাবীবুল্লাহ তাদের জামিন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলাম কিবরিয়া হাওলাদার।
দায়ের হওয়া মামলার এজাহার থেকে জানা যায়, জেলার রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের দূর্গাবর্দি গ্রামের শহিদুল বেপারী ও রুহুল বেপারীর সঙ্গে একই বাড়ির টুটুল বেপারীর জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। ওই বিরোধের জের ধরে টুটুল বেপারীর স্ত্রী মমতাজ বেগম বাদী হয়ে ২ মে সন্ধ্যা ৭টায় ৯ জনের নামসহ অজ্ঞাত ২ থেকে ৩ জনকে আসামি করে রাজৈর থানায় অভিযোগ করেন।
মামলায় শহিদুল বেপারীর দুই শিশুপুত্র বায়েজিদ বেপারী ও সাজিদ বেপারী এবং রুহুল বেপারীর শিশুপুত্র জীবন বেপারীকে আসামি করা হয়।
অভিযোগে বলা হয়, আসামিরা বেআইনিভাবে অবৈধ বাধাদান ও অবরোধ করে হুমকিসহ খুন করার উদ্দেশ্যে কুপিয়ে, পিটিয়ে সাধারণ ও গুরুতর জখমসহ চুরি করার অপরাধ করেছে। রাজৈর থানার ওসি ৬ মে বাদীর অভিযোগটি আমলে নিয়ে এজাহার হিসেবে গ্রহণ করেন এবং একই থানার এসআই শরীফ আশিকুর রহমানকে অভিযোগটি তদন্ত করার নির্দেশ দেন।
Leave a Reply