দৈনিক বঙ্গবন্ধু দেশ বার্তা : মাদারীপুরের রাজৈর উপজেলায় শুক্রবার (৯ ডিসেম্বর) সড়ক দুর্ঘটনায় মোহনা আক্তার (১৮) নামের আহত এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার নিজ বাড়ি থেকে পরীক্ষা দেওয়ার জন্য বের হন মোহনা। পথে পেছন থেকে অটোরিকশা তাকে ধাক্কা দেয়।উপজেলার সানেরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে প্রথমে স্বাস্থ্য কমপ্লেক্সে পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।দুদিন আইসিউতে থাকার পর আজ শুক্রবার ভোরে মোহনা ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। দুপুরে তার মরদেহ রাজৈরে আনা হয়। নিহত মোহনা আক্তার রাজৈর উপজেলার সানেরপাড় এলাকার অটোরিকশা চালক কিরণ শেখের বড় মেয়ে। সে এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিলেন।এ ব্যাপারে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন মোহনার মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply