দৈনিক বঙ্গবন্ধু দেশ বার্তা : প্রবিত্র্ মাহে রমাজান উপলক্ষে মাদারীপুরের এৗতিয্যবাহী রাজৈর উপজেলা প্রেস ক্লাবের আয়োজনে টেকেরহাট বন্দরের তালুকদার প্লাজায় এক ইফতার পাটি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।প্রতিষ্ঠা স্ভাপতি শেখ একরাম হোসেন এর সভাপতিত্বে নজরুল কাজীর সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ সভাপতি কাও ছার আলম মিঠু,সি এন এন বাংলা টেলিভিশনে স্টাপ রিপোটার মো:সাহাদত্ হোসেন,খবরের আলো পত্রিকার রাজৈর মাদারীপুর প্রতিনীধী জনাব মো:হান্নান মিয়া,আরও অনেকে।
বক্তারা বক্তবে বলেন রাজৈর উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠা নগ্ন থেকে্ যারা ছিলেন তারা সব সময় আমাদের সাথে থাকবেন তবে্ এৗক্য্ মতের ভিত্তিতে সততার সাথে কাজ করে যাওয়ার বিশ্বাস অবশ্য্ই আছে এবং থাকবে।
এ সময় প্রেসক্লাবের বর্তমান সাধারন সম্পাদক কালের কন্ঠ পত্রিকার প্রতিনীধি বিনয় জোযাদ্দার,সহ সভাপতি এইচ এম ইমন,য়ুগ্ন সাধারন সম্পাদক ফালগুনী টেলিভিশনের প্রতিনীধি এস,এম,দেলোয়ার, সংগঠনিক সম্পাদক যায়যায় দিন পত্রিকার প্রতিনীধি আকা্শ আহম্মেদ সোয়েল,ও সাংবাদিক মাহমুদ মিনা প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply