বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৪:০৭ অপরাহ্ন
দৈনিক বঙ্গবন্ধু দেশ বার্তা : পুলিশ, স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, নিহত নারীর নাম আকলিমা বেগম (৩০)। তিনি ওই গ্রামের ইতালি প্রবাসী শাহ আলম ফকিরের স্ত্রী।আকলিমা বেগম তার একমাত্র মেয়ে সাদিয়া আক্তারকে (৮) নিয়ে শিবচরের উত্তর বহেরাতলা ইউনিয়নের ভেন্নাতলা গ্রামে থাকতেন। শুক্রবার সকালে সাদিয়া ঘুম থেকে উঠে মাকে অন্য একটি খাটে দেখতে পায়। অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া না দেওয়ায় সে পাশের বাড়ির লোকদের ডেকে আনে। তারা এসে আকলিমার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
খবর পেয়ে সহকারী পুলিশ সুপার আনিসুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন, পরিদর্শক (তদন্ত) আমির সেরনিয়াবাতের নেতৃত্বে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে আসে। এসময় আকলিমার মুখ কালো কাপড় দিয়ে বাঁধা ও বিবস্ত্র ছিল। শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহৃও দেখা যায়।শিবচর থানার ওসি আনোয়ার হোসেন বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
Leave a Reply