দৈনিক বঙ্গবন্ধু দেশ বার্তা : বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মাদারীপুরে বঙ্গবন্ধুর ছবি এঁকেছেন বিভিন্ন বয়সী শতাধিক শিশুরা। চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে জেলা তথ্য অফিস।জেলা তথ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো.বেনজীর আহআহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.মাইনউদ্দিন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা
মো: শহিদুল ইসলাম মুন্সি, মাদারীপুর সরকারি ডনোভান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভল চন্দ্র দাস, মাদারীপুর জেলা শিশু একাডেমির আর্ট শিক্ষিকা মাহফুজা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাইনউদ্দিন বলেন, শিশুরা অনেক সুন্দর করে বঙ্গবন্ধুর ছবি এঁকেছেন। যা দেখে সবাই মুগ্ধ হয়েছেন।
Leave a Reply