দৈনিক বঙ্গবন্ধু দেশ বার্তা : বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত সোমবারের সহিংসতায় বিক্ষোভকারীরা দেশটির রাজনৈতিক নেতাদের ৫০টির বেশি বাড়ি জ্বালিয়ে দিয়েছে। এর মধ্যে এমপি ও মন্ত্রীর বাড়িও রয়েছে।
শ্রীলঙ্কাজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। দেশটির নিরাপত্তা বাহিনী দেশজুড়ে অবস্থান করছেন। দেশটির সরকার নিরাপত্তা বাহিনীকে সরকারবিরোধী বিক্ষোভে আইন ভঙ্গকারীদের গুলি করার নির্দেশ দিয়েছে ।
এছাড়া দেশটির প্রেসিডেন্ট গোটাবায়া ও তার ভাই পদত্যাগ করা প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের পৈত্রিক বাড়িও জ্বালিয়ে দেওয়া হয়েছে। ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে রাজাপাকসে পরিবারের বিতর্কিত জাদুঘরেও। মাহিন্দা রাজাপাকসের ছেলের এক রিসোর্টেও অগ্নিসংযোগ করেছে বিক্ষোভকারীরা।
সোমবারের সহিংসতার পর এখন পর্যন্ত দেশটিতে অন্তত ৯ জন নিহত হয়েছে। এর মধ্যে ক্ষমতাসীন দলের এক এমপিও আছেন। আহত হয়েছে অন্তত ২০০ জন। গত সোমবার সরকারপন্থী সমর্থকরা বিক্ষোভকারীদের ওপর তাণ্ডব শুরু করলে সহিংস সংঘর্ষের সূত্রপাত ঘটে।
Leave a Reply