দৈনিক বঙ্গবন্ধু দেশ বার্তা : সুজন এখনই দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে শেষ কথা বলতে নারাজ। সাকিবের দেশে আসা পর্যন্ত অপেক্ষায় থাকতে চান টিম ডিরেক্টর।তাই মুখে এমন কথা, ‘এখন জিনিসটা এখানেই থাক। সে আসলে কথা বলে বুঝতে পারবো তার কী সমস্যা।’
এটুকু বলে সুজন জানিয়ে দেন সাকিব যেতে না চাইলে তাকে জোর করা হবে না। ‘এখানে জোর করার তো কিছুই নেই। একটা প্লেয়ার খেলবে, ক্রিকেট তো মানসিকতার খেলা, দক্ষিণ আফ্রিকায় তো ডিফিকাল্ট কন্ডিশন হবে।’
সাকিবের সঙ্গে তার (সুজনের) সম্পর্ক খুবই হৃদ্যতাপূর্ণ। এবারের বিপিএলেও সাকিব যে দলে ছিলেন, সেই বরিশালের কোচ ছিলেন সুজন। তাই প্রশ্ন হলো, ‘সাকিব তো আপনাকেও বলে যেতে পারতেন। তা কেন বললেন না?’
এ প্রশ্নের জবাবে সুজন বলে ওঠেন, ‘আমার সম্পর্ক তো ও রকমই। কেন জানায়নি তা আমিও বলতে পারবো না। ওর সঙ্গে কিছুদিন আগেও কথা হয়েছে। তখন সব ঠিক ছিল। হয়তো বা যাওয়ার আগে সময় ছিল না এজন্য হয়তো ফোন করতে পারেনি, জালাল ভাইকে বলে গেছে। উনি যেহেতু ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান। একই কথা। আমরা তো ৫ তারিখে খেলা শেষে সবাই চলে গেছি নিজেদের গন্তব্যে। তো সাকিব না আসলে কিছু বলা যাবে না।’
Leave a Reply