দৈনিক বঙ্গবন্ধু দেশ বার্তা : প্রথম সেঞ্চুরির দেখা পেলে আইপিএলের এবারের আসর। আজ (২ এপ্রিল) মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচে ৬৮ বলে ১০০ রানের ঝড়ো ইনিংস খেলেছেন রাজস্থান রয়্যালসের ওপেনার জস বাটলার। ম্যাচটিও ২৩ রানে জিতেছে রাজস্থান।
টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৯৩ রানের বড় সংগ্রহ দাঁড় করায় রাজস্থান। জবাবে ২০ ওভারে ৮ উইকেটে ১৭৮ রানেই থেমে যায় মুম্বাইয়ের ইনিংস।
তিলাক ভার্মা ৬১, ইশান কিষাণ ৫৪ ও কাইরন পোলার্ড ২২ রান করেন। নবদীপ সাইনি ২টি, যুযবেন্দ্র চাহাল ২টি এবং ট্রেন্ট বোল্ট, প্রসিধ কিষ্ণা ও অশ্বিন একটি করে উইকেট নেন।
এর আগে জস বাটলার ১০০ ও শিমরণ হেটমায়ার মাত্র ১৪ বলে ৩৫ রান করেন। অধিনায়ক সঞ্জু করেন ২১ বলে ৩০ রান।
Leave a Reply