দৈনিক বঙ্গবন্ধু দেশ বার্তা : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকাল ১১টায় মহান বিজয় দিবস ও স্বাধীনতার ৫০ বছরের সুবর্ণজয়ন্তীতে কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে ফারুক খান বলেন, ‘বাঙালী জাতি বিএনপি-জামাত বা বিদেশি যড়ষন্ত্রের ফাঁদে পড়বে না।
বঙ্গবন্ধুর মত মাথা উঁচু করে স্বাধীনতা, গণতন্ত্র ও উন্নয়ন অব্যাহত রাখবে। বঙ্গবন্ধুর যেভাবে স্বপ্ন দেখেছিলেন সোনার বাঙলা গড়ার, আজকে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সোনার বাংলা গড়ার ক্ষেত্রে অনেক দূর এগিয়ে গেছি। আগামী ১০ বছরের মধ্যে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিনত হবে।’
তিনি আরো বলেন, ‘স্বাধীনতার ৫০ বছর এটা বাঙালী জাতির জন্য আনন্দ ও গর্বের দিন। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের পর যখন দেশ গড়ার কাজে মন দিলেন তখন অনেক দেশ বলেছিল বাংলাদেশ ভিক্ষার ঝুলি নিয়ে ঘুরে বেড়াবে। আজকে ৫০ বছর পরে আমরা প্রমাণ করতে পেরেছি বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যার করার পরেও তার আদর্শে এগিয়ে যাচ্ছে দেশ।’
এ সময় জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহাবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার খায়ের, সাধারন সম্পাদক মো. বাবুল শেখ প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply