দৈনিক বঙ্গবন্ধু দেশ বার্তা : আদালত সুত্রে জানাযায় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় হিরু মিয়া হত্যার ১৬ বছর পর চার আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ মামলার অপর ১৪ আসামি খালাস পেয়েছেন।
গত কাল সোমবার (০৭ মার্চ) দুপুরে গোপালগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আব্বাস উদ্দীন এ রায় দেন।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, আবু সাম ওরফে সামচুল হক, রওশন শেখ, লিয়াকত শেখ ও রাজা ফকির। রায় ঘোষণার সময় তারা আদালতে উপস্থিত ছিলেন।
খালাস পাওয়া আসামিরা হলেন, চুন্নু ফকির (পলাতক), গিয়াস উদ্দিন (পলাতক), ছিদ্দিক শেখ (পলাতক), ফিরোজ শেখ (পলাতক), সেলিম (পলাতক), হাফিজুর রহমান, হবি শেখ, সাহা আলম ফকির, নিজাম ফকির, গোলাম রসুল, বাদশা মিয়া, সায়েদ আলী শেখ, মাহমুদ ফকির ও সালাউদ্দিন শেখ।
মামলার বিবরণে জানা গেছে, কাশিয়ানী উপজেলার কোড়ামারী গ্রামের বিজিবি সদস্য হিরুর মিয়ার সঙ্গে আসামিদের জমিজমা ও গ্রাম্য দলাদলি নিয়ে বিরোধ ছিল। হিরু মিয়া ছুটিতে বাড়ি আসলে গত ২০০৫ সালের ২৫ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টার দিকে মসজিদ থেকে বাড়ি আসার পথে কোড়ামারী প্রাইমারি স্কুলের সামনে কুপিয়ে মারাত্মক আহত করা হয়। পরে তাকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরদিন ২০০৫ সালের ২৬ ফেব্রুয়ারি নিহতের স্ত্রী জোনাকী বেগম বাদী হয়ে ১৮ জনকে আসামি করে কাশিয়ানী থানায় হত্যা মামলা দায়ের করেন।
বাদী পক্ষে মামলার পরিচালনা করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি মো. শহিদুজ্জামান খান ও আসামিপক্ষে ছিলেন ফজলুল হক খান ও মো. মিজানুর রহমান খান।
Leave a Reply